বাংলা ছােটগল্পের ভুবনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম বিশেষভাবে স্মরণীয়। বস্তুত তিনি তাঁর গল্পে বাংলাদেশের অপার প্রাকৃতিক রূপবিভাকে দিয়েছেন আলাদা এক মাত্রা। সব ধরনের গল্প রচনায় তিনি সিদ্ধহস্ত। বিশেষ করে মানবজীবনের বিচিত্র রহস্যে ঘেরা তাঁর গল্পগুলাে। পাঠকসমাজে বিপুলভাবে প্রশংসা কুড়িয়েছে। শ্রেষ্ঠ অতিপ্রাকৃত গল্পে বিভূতিভূষণ মানবমনের বহুবিচিত্র রহস্যের কথা বলেছেন। বিভূতিভূষণের গল্পে গঠন পরিপাট্য, ঘটনা-বিন্যাস । কৌশল, রচনা নৈপুণ্য, বর্ণনার বর্ণাঢ্যতা থাকে। তার গল্পে জীবনকে নানান ভাবে খুঁজে পাওয়া যায়। প্রেম, নরনারীর বিচিত্র সম্পর্ক, প্রকৃতি আর মানুষ তাঁর গল্পের অন্যতম অনুষঙ্গ। অতিপ্রাকৃত বিষয় আশয় কে তিনি তাঁর গল্পে দিয়েছেন এক শৈল্পিক মর্যাদা। সাহিত্য সমালােচকরা বাংলা সাহিত্যে বিভূতিভূষণের সৃষ্টিকে নানাভাবে মূল্যায়িত করেছেন। নিজের জীবনের বিভিন্ন পর্বে ঘটে যাওয়া ঘটনাবলি তাঁকে সাহিত্যিক হিসেবে গড়ে তুলেছে। দারিদ্র্যের মধ্যে থেকেও তিনি তাঁর জীবনকে তাড়িয়ে তাড়িয়ে উপভােগ করেছেন এবং তা থেকে সাহিত্য রচনা। করেছেন।