Authors:
শামসুজ্জামান খান
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের প্রাতিষ্ঠানিক শিক্ষা, কর্মজীবনের শুরু থেকে সাহিত্যচর্চা ও সংস্কৃতি-সংগঠনে কাজ করার ফলে শামসুজ্জামান খান (১৯৪০) গবেষক, প্রবন্ধকার, সংস্কৃতিতাত্ত্বিক, বুদ্ধিজীবী ও ফোকলোরবিদ হিসেবে দেশে-বিদেশে সুপরিচিত। ফোকলোরচর্চায় স্বদেশে ফিল্ডওয়ার্কের ব্যাপক অভিজ্ঞতা আর বিদেশে নিবিড় প্রশিক্ষণ, সংস্কৃতি ও ইতিহাসমনস্কতা তাঁর চিন্তাকে পরিপূর্ণতা দিয়েছে। কর্মক্ষেত্রে তিনি শুধু কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা নয়, বাংলাদেশের প্রধান তিনটি জাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নির্বাহী প্রধানের গুরুত্বপূর্ণ পদে (বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক) অধিষ্ঠিত হয়েছেন। এও এক অনন্য রেকর্ড। তাঁর রচিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা প্রায় সত্তর। তাঁর রচিত গ্রন্থের মধ্যে উল্লেখ্য- নানা প্রসঙ্গ, মাটি থেকে মহীরুহ, বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ ও প্রাসঙ্গিক কথকতা, গণসঙ্গীত, আধুনিক ফোকলোরচর্চা, মনিরুজ্জামান ইসলামাবাদী, নির্বাচিত প্রবন্ধ, ঢাকাই রঙ্গ রসিকতা, কালের ধুলোয় স্বর্ণরেণু, ফোকলোরচর্চা প্রভৃতি।
একক ও যৌথভাবে সম্পাদনা করেছেন- বাংলাদেশের লোক-ঐতিহ্য (দুই খণ্ড), Folklore of Bangladesh (Vol. I & II), ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মারকগ্রন্থ, চন্দ্রকুমার দে অগ্রন্থিত রচনাবলী, চরিতাভিধান, ছোটদের অভিধান প্রভৃতি গ্রন্থ। এছাড়া পত্র-পত্রিকায় ছড়িয়ে আছে তাঁর লিখিত বিভিন্ন মননশীল প্রবন্ধ। ফোকলোরচর্চায় তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও গুণী। তাঁর অবসর সময়ের সৃষ্টি গ্রাম-বাংলার রঙ্গরসিকতা সিরিজ বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। সাহিত্য সাধনা ও গবেষণার স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বহু পদক ও সম্মাননা লাভ করেছেন। ২০০৯ সালে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদকে ভূষিত হয়েছে।
মৃদুভাষী, সজ্জন, সহৃদয় ও আদর্শবাদী এই মানুষটি আমাদের সংস্কৃতি অঙ্গনের প্রিয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত। বাংলা, বাঙালিত্ব ও মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের মৌলিক সত্তা রক্ষায় সংগ্রামের আপোসহীন যোদ্ধা তিনি এবং সেই সঙ্গে বিজ্ঞানমনস্ক ও প্রগতিশীল বিশ্বনাগরিক।