রবীন্দ্রনাথের কবি ও গীতিকার সত্তার প্রাধান্যকে মান্য করেও যেমন তাঁর সৃষ্টিশীলতার অন্য সকল প্রান্তের বিপুল উৎকর্ষকে আমরা গুরুত্বসহকারে বিবেচনায় নিতে বাধ্য হই, তেমনি তাঁর মননশীলতার বিস্তৃত ও ঋদ্ধ ক্ষেত্রে প্রবেশ করে বিস্ময়ে হই অভিভূত।
কত বিচিত্র বিষয় নিয়েই তিনি প্রবন্ধ রচনা করেছেন। সাহিত্য, শিল্প, সৌন্দর্য, শিক্ষা, সমাজ, রাজনীতি, ধর্ম, বিজ্ঞান- এর প্রতিটি দিকেই ছিল তাঁর বিপুল অভিজ্ঞতা ও গভীর থেকে গভীরতর জ্ঞান।
আমাদের এই বাংলার অজ পাড়াগাঁ থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে উন্নত নগর সর্বত্রই তিনি বিচরণ করেছেন। আবার ভারতের সবচেয়ে পশ্চাৎপদ গ্রামের অশিক্ষিত কৃষকের চিন্তার পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানে উন্নত পাশ্চাত্যের সর্বাধুনিক চেতনার সঙ্গেও ছিল তাঁর নিবিড় পরিচয়।
তাঁর প্রবন্ধের মধ্যে প্রতি ছত্রে ছত্রে ছড়িয়ে আছে বৈশ্বিক পরিমণ্ডল-সম্পর্কিত জ্ঞানের পাশাপাশি গবেষণাধর্মিতা ও রসবোধের নির্যাস। সেই নির্যাসের মধ্য থেকে সেরা-অংশ বাছাই করা নিশ্চিতভাবে দুরূহ। সম্পাদককে সেই কঠিন কাজটি করতে হয়েছে এই সংকলনের প্রবন্ধ নির্বাচন করতে গিয়ে। আশা করি, পাঠক রবীন্দ্র-চিন্তাজগতের সবচেয়ে উন্নত দিকগুলোর সঙ্গে এই সংকলনের মধ্য দিয়ে পরিচিত হতে পারবেন। অনুধাবন করতে পারবেন তাঁর চিন্তনশক্তির ব্যাপ্তি ও উচ্চতা। তাঁর উন্নত সাহিত্যবোধ, সৌন্দর্যজ্ঞান, দেশাত্মবোধ, মানবিকতা ও বিশ্বাত্মবোধের সঙ্গেও পাঠকের নিবিড় পরিচয় ঘটবে এ সংকলন-গ্রন্থের মাধ্যমে।