বিশিষ্ট ঐতিহাসিক মুনতাসীর মামুন ঢাকা নিয়ে এত বিচিত্রমুখী লিখেছেন যে, হয়তো কিছুই বাকি থাকেনি আর। ঢাকার জীবন, সমাজ ও সংস্কৃতি নিয়ে কাজগুলি গবেষক, চিন্তক ও সাধারণ পাঠককেও সমানভাবে স্পর্শ করেছে। ঢাকার নওয়াব পরিবার, ঢাকা তো বটেই, পূর্ববঙ্গের সমাজ ও রাজনীতিতে নানা মাত্রিক ভূমিকা রেখেছে। এ বিষয়ে কিছু গ্রন্থ ও অভিসন্দর্ভ লেখা হলেও মুনতাসীর মামুন নিরাবেগ দৃষ্টিভঙ্গিতে সেখানে নতুন মাত্রা সংযোজনে প্রয়াসী হয়েছেন। তিনি উনিশ শতকে পূর্ববঙ্গের সংবাদ-সাময়িকপত্র গবেষণার পথিকৃৎ। বর্তমান গ্রন্থে তাঁর ঢাকা-ভাবনা ও সংবাদ-সাময়িকপত্র গবেষণার সুসমন্বয় ঘটেছে। গ্রন্থের প্রথম অংশে রয়েছে নওয়াব পরিবারের নওয়াবদের জীবন ও কর্মের নির্মোহ উপস্থাপন, দ্বিতীয় অংশে সমকালীন সংবাদ-সাময়িকপত্র থেকে এ সংক্রান্ত সংকলন। সংকলিত সংবাদে রয়েছে এ সংক্রান্ত গবেষণার বহুবিধ উপকরণ, উত্তরকালের গবেষকদের জন্য যার মূল্য অপরিসীম। নওয়াব পরিবারের ইতিহাস বর্ণনের মধ্যেই এর তাৎপর্য সীমায়িত নয়। এতে রয়ে গেছে ঢাকা তথা পূর্ববঙ্গের সামাজিক ইতিহাসের চিত্র। নওয়াব পরিবারের অন্দরমহলকে জানতে, পূর্ববঙ্গের জীবন ও সমাজকে বুঝতে এ গ্রন্থ সমাদর পাবে সবার কাছে- এ আমাদের বিনীত প্রত্যাশা।