বইটিতে সিনেমার সামগ্রিক চিত্র তুলে আনার চেষ্টায় আমরা ভেবেছি বিশ্বব্যাপী সিনেমার কথা । নানা আঙ্গিক থেকে বৈচিত্র্য দেয়ার প্রয়াসে বাদ যায়নি উল্লেখযোগ্য সব জঁনরা’র সংযুক্তি । হরর থেকে সায়েন্স ফিকশন, রোমান্টিক ড্রামা থেকে থ্রিলার, ...স্পোর্টস ড্রামা থেকে মিস্ট্রি । সিনেমা নিয়ে পর্যালোচনা ও প্রবন্ধ লিখতে গিয়ে মাথায় রেখেছি কাল্ট ক্ল্যাসিক সিনেমা থেকে হালের প্রশংসিত সিনেমাকেও । গভীর জীবনবোধের সিনেমা নিয়ে সত্যজিৎ যেমন আছেন, অন্ধকারময় বিষয়াদি নিয়ে আছেন বার্গম্যান । পরাবাস্তবতা ও কাব্যিকতা নিয়ে তারকোভস্কি, সহজাত ভায়োলেন্স নিয়ে ট্যারান্টিনো, মিষ্টি রোমান্টিকতা নিয়ে মণি রত্নম আর সহজ রসবোধের সিনেমা নিয়ে উডি অ্যালেন । আছেন আমেরিকান গ্রেট কুব্রিক, ইউরোপীয় আর্ট সিনেমার ব্রেসোঁ থেকে আমাদের আলমগীর কবির । আবার এসময়ের সৃজনশীল নির্মাতা ইনারিতু, অলিভিয়ের আসায়াসদের সিনেমাকেও অন্তর্ভুক্ত করেছি । ছবি বাছাইয়ে, বিষয়বস্তু বিবেচনায় ‘সময় থেকে আধুনিক’ ছবির পাশাপাশি ‘সমসাময়িক’ চিন্তা-ভাবনাযুক্ত ছবিকেও প্রাধান্য দিয়েছি ।