বাঙালি বিজ্ঞানীদের মধ্যে ড. বিকাশ সিংহের নাম সবিশেষ উল্লেখযোগ্য। মাতৃভাষায় বিজ্ঞানচর্চায় অসামান্য ভূমিকা গ্রহণ করেছেন বহু গুরুত্বপূর্ণ পদে আসীন এই প্রখ্যাত বিজ্ঞানী। তাঁর রচিত প্রবন্ধ-নিবন্ধ অবশ্য বিজ্ঞান বিষয়েই শুধুমাত্র আবদ্ধ থাকেনি। বিকাশ সিংহ বিশ্বাস করেন বিজ্ঞানের কৃষ্টি আর সাহিত্যের কৃষ্টির মধ্যে যাওয়া-আসার, দেনা-পাওনার পথ আছে। বৈজ্ঞানিক ডুব দিতে পারেন সাহিত্যের মধুরসে। সাহিত্যিকও উপভোগ করতে পারেন বিজ্ঞানের গভীরের বিচিত্র ছন্দ, বৈচিত্র্য, সৌন্দর্যকে। জীবনকে জানবার আগ্রহ আর তৃষ্ণা থেকে বিকাশ সিংহ রচনা করেছেন নানা বিষয়ে মূল্যবান প্রবন্ধ। আনন্দ থেকে প্রকাশিত হল তাঁর প্রবন্ধসংগ্রহ ‘সৃষ্টি ও কৃষ্টি বন্ধনহীন গ্রন্থি’। বিজ্ঞানের প্রবন্ধ বেশি হলেও সেই সঙ্গে আছে দর্শন, শিক্ষা, সমাজ, সাহিত্য বিষয়ে চমৎকার সব রচনা। পাশাপাশি বিশিষ্ট বিজ্ঞানীদের কথা, স্মৃতিচর্চা। আছে একটি সাক্ষাৎকার। স্বনামধন্য বিজ্ঞানীর কলমে প্রতিটি রচনা হয়ে উঠেছে আপন স্বাতন্ত্র্যে সমুজ্জ্বল, অন্তরস্পর্শী, সুগভীর আবেগমণ্ডিত ও বিশ্লেষণাত্মক।