‘হার্ভার্ডের স্মৃতি ও অন্য এক আমেরিকা’কে গতানুগতিক স্মৃতিকথা বা ভ্রমণ কাহিনি বলা যাবে। বরং একজন জ্ঞান-পিপাসু মানুষের জীবন ও সংস্কৃতি নির্ভর যে অগ্রযাত্রা তা নানান মানুষ আর অভিজ্ঞতার সংমিশ্রণে যে দার্শনিক পরিণতি পায় তার দলিল বলা যায়।
সেজান মাহমুদ মূলত কথাশিল্পী, সেই সঙ্গে চিকিৎসা বিজ্ঞানী; এই গ্রন্থ তাই এই দুই বিষয়ের সংমিশ্রণে হয়ে উঠেছে এক জ্ঞান-গল্পের চারুপাঠ। বিশ্বখ্যাত আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে যে যে ঘটনা বা বিষয় বা ব্যক্তি মননে, চেতনায় নতুন ভাবনার উন্মেষ ঘটিয়েছিল, মানসিক ভাব গঠনে ভূমিকা রেখেছিল তা নিয়ে লিখেছেন সেজান মাহমুদ। অন্যদিকে তাঁর বিশ্লেষণে গ্রন্থিত হয়েছে আমেরিকা সমাজ, রাজনৈতিক জীবনে তােলপাড় করা অনেক ঘটনা, যেমন দাস প্রথা, বর্ণবাদ। আর বিষয়গুলাে থেকে উত্তরণে যে সব মানুষেরা ভূমিকা রেখেছিলেন, যে সকল চিন্তা, দর্শনের প্রভাব পড়েছিল তা পর্যবেক্ষণ করে সাধারণভাবে উপস্থাপনা করেছেন লেখক। অন্যদিকে রস, কৌতুক আর গদ্য লেখার মুন্সিয়ানায় জটিল, তথ্যবহুল বিষয়ও হয়ে উঠেছে সুখপাঠ্য। গ্রন্থটি জ্ঞান-পিপাসু যে কোনাে পাঠকের মনােযােগ আকৃষ্ট করতে পারবে।