ছয় বছরের দাম্পত্যজীবন শিহাব-নাঈমার। ফুটফুটে একটি শিশুকে নিয়ে ফ্রেমে বাঁধাই করা তাদের ছবিটি সুখী ও সুন্দর। এই সুখ-দুঃখ, হাসি-কান্নার দৈনন্দিন ব্যস্ততা ও কোলাহলের নিচে চাপা পড়ে থাকে পুরোনো জীবনের কত কিছু! হাওয়ার উসকানি পেলে যেমন নিভু নিভু প্রদীপের সলতেও জ্বলে ওঠে দপ করে, সেরকম হঠাৎ একদিন স্মৃতির সূত্রে হু হু হাওয়ায় ফিরে আসে শিহাবের অতীত। নবীন যৌবনের স্মৃতি।
চন্দনাকে মনে পড়ে। ফিরে আসে দুর্বার প্রেমের দিনগুলো। প্রবল জলের তোড় যেন ভাসিয়ে নিতে চায় সবকিছু। শহরের কলেজে পড়তে আসা এক গ্রাম্য কিশোরের নানা রঙের দিন, চৌকস সহপাঠিনীর সঙ্গে বন্ধুত্ব ও প্রেমের টুকরো টুকরো ঘটনা ভিড় করে আসে মনে। উল্টো দিকে চলতে থাকা সিনেমার দৃশ্যের মতো যেন ফিরে আসে সব। এক দৈবদুর্ঘটনা এলোমেলো করে দিয়েছিল সবকিছু। কিন্তু তার নিজেরও কি কোনো দায় নেই? আজ নিজের মুখোমুখি দাঁড়িয়ে এক দায়িত্বহীন, স্বার্থপর মানুষকে আবিষ্কার করে শিহাব। গ্লানি, বিষাদ ও অপরাধবোধ বিপর্যস্ত করে দেয় তার