অ্যালবার্ট আইনস্টাইন। এ-নাম যেন ম্যাজিক! আর কোনও বিজ্ঞানীর নামে কেন নেই এই জাদু? কেন নেই তাঁদের নিয়েও এত বিশ্বাস্য-অবিশ্বাস্য গল্প? সদ্যোজাত অ্যালবার্টের মাথার দিকে তাকিয়ে তার বাবা-মা শঙ্কিত, ছেলেটা মানসিকভাবে সুস্থ হবে তো? অ্যালবার্ট আইনস্টাইন- প্রথম কথা বলল চার বছর বয়সে। অ্যালবার্ট আইনস্টাইন- হাইস্কুল ড্রপআউট! অ্যালবার্ট আইনস্টাইন- পরীক্ষায় একবার ফেল, একবার লাস্ট! অ্যালবার্ট আইনস্টাইন দু-বছরের চেষ্টায় পেলেন সামান্য চাকরি! তবু সেই অ্যালবার্ট আইনস্টাইন আমূল বদলে দিলেন মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণা, পেলেন নোবেল প্রাইজ, হলেন সর্বযুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী! রবীন্দ্রনাথের সঙ্গে চারবার আলাপচারিতায় তিনি! কত কাছাকাছি এসেছিলেন তাঁরা? আইনস্টাইনের এই অনন্য রূপকথা সবচেয়ে হতাশ বাধাপ্রাপ্ত বাঙালিকেও দেবে অব্যর্থ প্রেরণা। ড. মণি ভৌমিকের আইনস্টাইন এই প্রথম এক সহজ সরল বাংলা রূপকাহিনির উদ্দীপক নায়ক!