বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক থেকে বীরশ্রেষ্ঠ পদক পেয়েছেন ৬৭৬ জন। আর এদের মধ্যে ২৯ জন পদক পেয়েছেন কেবল কামালপুর(জামালপুরে) যুদ্ধের জন্যই। কামালপুরের ১ম যুদ্ধে তীব্র বিপর্যয়ে পড়েও ইস্ট বেঙ্গলের সেনারা লড়াই করে যায়। এই যুদ্ধে মুক্তিবাহিনীর একটা কোম্পানি কম্যান্ডার ক্যাপ্টেন সালাউদ্দিন(শহীদ, বীর উত্তম) যখন মাইনফিল্ডে দাঁড়িয়ে তীব্র ফায়ারিং এর মুখে পড়েছেন তখন সাহস না হারিয়ে বরং হ্যান্ডমাইকে পাকিদের উদ্দেশ্যে চিৎকার করতে থাকেন "সময় থাকতে সারেন্ডার কর! ধরলে জ্যান্ত ছাড়ব না!" আর্টিলারি সাপোর্ট ছাড়াই মাইনফিল্ড, বুবি ট্র্যাপ, ২/৩ ধাপে গোলা-প্রতিরোধী বাংকার ঘেরা পাকঘাঁটি আক্রমণ করেছিল মুক্তিবাহিনী। ইস্ট বেঙ্গলের সেনারা ‘জয় বাংলা’ ধ্বনি তুলতে তুলতে শত্রুদের ডিফেন্স লাইনে ঝাঁপিয়ে পড়ে। ফর্ম আপ বা আক্রমণের জন্য প্রস্তুত হবার আগেই পাকবাহিনী তাদের উপর হামলা করে বসে। এদিন সমস্যার ষোলকলা পূর্ণ হয়েছিল আনা ওয়্যারলেস জ্যাম হয়ে! তবুও অসীম সাহসে পাকবাহিনীর ক্ষতি করে ছাড়ে মুক্তিবাহিনী। এই যুদ্ধের পর পাক অফিসাররাও বলতে শুরু করেন East Bengal Fight like tiger!
‘৭১ এর ফ্রন্টলাইনে বীর সেনারা গড়েছিল এমন কিছু ইতিহাস যেগুলো কল্পকাহিনীকেও হার মানাবে। এরকম ইতিহাসগুলো নিয়েই আসছে......