কেউ কবি, কেউ কবি নয় । ভালাে কিন্তু সবাই বাসে। কেউ সরবে, কেউ নীরবে । কারাে প্রকাশের ঐশ্বর্য আছে, কারাে নেই। তবু ভালােবাসার স্পর্শে অকবির কাছেও শব্দ হয়ে যায় ঝর্নার কুলুধ্বনি, বর্ণ ইন্দ্রধনু আর অস্তিত্ব পূর্ণিমাময়। আর ভালােবাসা যখন কবিদের দরজায় কড়া নাড়ে, তারা হয়ে যান চণ্ডীদাস। জিয়ােফ্রি চসার থেকে শুরু করে দীর্ঘ সাতশাে বছরের বৃটিশ কবিতায় ও মার্কিনী কবিতার নাতি দীর্ঘ ইতিহাসে অসংখ্য প্রেমের কবিতা লেখা হয়েছে। মানুষের আদিমতম এ অনুভূতি সময় ও সমাজের ক্রমজটিলতার সঙ্গে তাল রেখে কীভাবে বিবর্তিত হচ্ছে, এর তারল্য ও কাঠিন্য, গরল ও অমৃত, আসঙ্গ ও অনুসঙ্গ, প্রকার ও প্রকরণ কতাে বিচিত্র মােড় নিয়েছে তা অপার কৌতুহলের বিষয়। এ দীর্ঘকালের বিশাল কবিগােষ্ঠীর ভালােবাসার পদাবলী ধারণ করে আছে ৭০০ বছরের ইংরেজি প্রেমের কবিতা'। এখানেও ‘ই ভরা বাদর মাহ ভাদর’-এর আকুলতা, দেবাে খোঁপায় তারার ফুল’-এর স্বপ্নমেদুরতা অনুরণন তােলে। এখানেও কবিরা আশায় আশায় দিবস-রজনী বসে থাকেন। জনমে জনমে অভিসারের স্বপ্ন দেখেন। দুই মলাটের মাঝখানে অজস্র অভিমান, বিরহ ও দীর্ঘশ্বাস ধরে আছে একশাে ছাব্বিশটি প্রেমের কবিতা।