প্রথম ট্রেকিং ১৯৯৩ সালে। আর সেই ট্রেকিং থেকেই পাহাড়ের প্রেমে পড়া। এরপর অসংখ্য ট্রেকিং আর পর্বতাভিযানে অংশগ্রহণ করেছেন দেবাশিস বিশ্বাস। ২০১০ সালের ১৭ মে প্রথম অসামরিক বাঙালি হিসাবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় তাঁর উজ্জ্বলতম কীর্তি। দীর্ঘদিনের জুটি প্রখ্যাত পর্বতারোহী বসন্ত সিংহ রায়কে সঙ্গী করে এরপর ২০১১ সালের ২০ মে প্রথম অসামরিক ভারতীয় হিসাবে পৌঁছেছেন কাঞ্চনজঙ্ঘার স্বর্ণশিখরে। ওই দুই অভিযানের অভিজ্ঞতা নিয়ে দেবাশিস বিশ্বাসের গ্রন্থ ‘এভারেস্ট শীর্ষে বাঙালি’ ও ‘কাঞ্চনজঙ্ঘা স্বর্ণশিখরে বাঙালি’ ইতিমধ্যেই পাঠকচিত্তজয়ী। সম্প্রতি ২০ এপ্রিল, ২০১২ প্ৰথম অসামরিক ভারতীয় হিসাবে দেবাশিস আর বসন্ত জয় করে এলেন বিপদসংকুল, 'Killer Mountain' হিসাবে পরিচিত ২৬,৫৪৫ ফুট উচ্চতার অন্নপূর্ণা-১। মৃত্যুঞ্জয়ী অভিজ্ঞতা নিয়ে প্রকাশিত হল দেবাশিস বিশ্বাসের ‘অপরূপা অন্নপূর্ণা’। অভিযানের উত্তেজনা, বিরূপ প্রকৃতির সঙ্গে অসম লড়াই, নিশ্চিত মৃত্যুর ছোবল থেকে কপালজোরে বেঁচে যাওয়া ও অবশেষে শিখর আরোহণের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা ছড়িয়ে আছে বইটির পাতায় পাতায়। পাঠকদের উপরি পাওনা মনভোলানো রঙিন ছবি ও অভিযানের রঙিন ডিভিডি।