‘একটা লোক যার সঙ্গীতশিক্ষার, সাঙ্গীতিক অভ্যেসের ব্যাকগ্রাউন্ড খুঁজলে সব ধরনের সঙ্গীতই পাওয়া যাবে, কিন্তু কিছুতেই, কোনওভাবেই রক মিউজিকের ত্রিসীমানায় তাকে পাওয়া যাবে না আমি হলাম সেরকমই একজন! ...কোন ম্যাজিকে, কোন সুযোগে আমার ঘাড়ে চাপল রকের এই ভূত? এর উত্তরে অনেক কথাই বলতে হয়...’। সেই না বলা অনেক কথা বলবেন বলেই কলম তুলে নিলেন বাংলার একমেবাদ্বিতীয়ম রকস্টার রূপম, পাঠক বন্দিত ‘রূপম অন দ্য রক্স’-এর পর তাঁর স্বলিখিত এই দ্বিতীয় ‘রক জার্নাল’-এ। রূপমের, থুড়ি ফসিল্সের গানের নানা বিখ্যাত পংক্তির নেপথ্যে লুকিয়ে থাকা রকমারি অনুষঙ্গই নয়, ঘটনাবহুল বহু কনসার্টের ব্যাকস্টেজ ডায়েরিও প্রকাশিত এখানে। রূপমের লেখা নতুন-পুরনো প্রচুর গান তো থাকছেই, এছাড়াও রইল আন্তর্জাতিক সঙ্গীত সিন এবং তার বিবিধ খুঁটিনাটি নিয়ে গায়কের সময়ানুগ বিশ্লেষণ। টানটান উপভোগ্য, পাশাপাশি রক সঙ্গীতের যে-কোনও মনোযোগী ছাত্রকে অনুপ্রাণিতও করবে, নিবেদিতপ্রাণ এক বাংলা রকারের এই ‘রকযাপনের সাতকাহন’। ছবিতে-ছবিতে ছয়লাপ সম্পূর্ণ রঙিন ১৯২ পৃষ্ঠার নজিরবিহীন এবং ‘রকিং’ প্রকাশনা-রকজনতার অবশ্য সংগ্রহের এক আনন্দ-অর্ঘ্য।