আটটি গল্পের সমাহার এই ‘কৃষ্ণাপাড়ের কেচ্ছা'। এগুলাের কলেবর বেশি বড় নয়, তাই ছােটগল্প বলাই ভালাে। নদীর মতাে নানা বাঁক ঘুরে জীবন এগিয়ে চলে। চলার পথে গ্রাম, নগর, বন্দর কত জনপদের বিচিত্র অভিজ্ঞতা ছুঁয়ে যায় জীবনের প্রবাহ। চলতে চলতে জীবন কখনাে বদলে যায়, কখনাে দিশা হারায়, কখনাে পথ খোঁজে ডানে বা বায়ে, কখনােবা হঠাৎ হারিয়ে যায় মহাকালের স্রোতে। তবুও জীবন বহমান। এই বহমান জীবনের আনন্দ-বেদনা, দুঃখসুখ, আবেগ-অনুভূতি নিয়ে গড়ে উঠেছে গ্রন্থের সবগুলাে গল্পের কাহিনি ও চরিত্র। ‘স্বর্গসুখ’ গল্পে অকৃতদার এন্তাজ খােনকার স্বর্গসুখের সন্ধানে জীবন থেকে পালিয়ে বেড়ায়, কৃষ্ণাপাড়ের কেচ্ছা' গল্পে জীবনের টানে নতুন কবরেজের ডিঙিতে যায় বকুল বিবি। ‘অভিসার’ গল্পে ড. আদিলুজ্জামানের হত্যা রহস্যই থেকে যায়। কাহিনির শক্ত গাঁথুনি আর ভাষার বুনটে গ্রন্থের প্রতিটি গল্প যেন মানব জীবনের ভাঙা গড়ার প্রতিচ্ছবি হয়ে উঠেছে।