আমাদের নিত্যদিনের জীবনে ঘরের বাইরে ও ভেতরে ঘটে যাওয়া নানা ঘটনা আমাদের আনন্দ দেয়, কখনও বিষণ্ন করে। অনেক মুহূর্ত আসে যখন বাস্তব-অবাস্তবের পার্থক্য ঘুচে যায়, মনে বিভ্রম জাগে। আমরা স্মৃতিকাতর হয়ে পড়ি। এসব মুহূর্ত চেনা জগৎটা বদলে দেয়, অচেনা রূপ-রস নিয়ে তাকে হাজির করে। আবার ইতিহাস আর অতীতও অনেক সময় বর্তমানের তাৎক্ষণিকতা নিয়ে ধরা দেয়, যেমন ১৯৭১-এর কষ্টের আর গৌরবের ইতিহাস। যাদের জীবনে ১৯৭১ এসেছে, তারা এর মহিমার কাছে ফিরে যেতে চান খণ্ড খণ্ড স্মৃতির হাত ধরে। যারা এ বছরটিকে পাননি, তারাও ওই মহিমা অনুমান করে নিতে চান।
জীবনের সরল-জটিল নানা অংক, স্মৃতি-বিস্মৃতির ইতিহাস এবং ১৯৭১কে অবলম্বন করে লেখা এই সংকলনের গল্পগুলো জীবন্ত হয়ে উঠেছে মেদহীন ভাষা এবং কথনশৈলীর জন্য। বাংলাদেশের গল্প বলার ঐতিহ্যে স্থাপন করা এসব গল্প পাঠকরা গ্রহণ করবেন নিজেদের জীবনের গল্প হিসেবেই; তরুণ পাঠকরা ছুঁয়ে আসবেন মুক্তিযুদ্ধের সময়টাকে, ভাগ করে নেবেন এর গৌরবগাথা।