বাংলা আমাদের প্রিয় মাতৃভাষা। বাংলা আমাদের রাষ্ট্রভাষা। জীবনের সবখানে বাংলা ভাষা ব্যবহারে বাংলাদেশের মানুষ আজ অঙ্গীকারাবদ্ধ। মহান ভাষা আন্দোলনের মাধ্যমে যে স্বদেশচেতনার শুরু হয়েছিল তার ধারাবাহিক পরিণতিতে আজ আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের গর্বিত নাগরিক। তাই বাংলা ভাষার প্রতি আমাদের ভালবাসা আরও অকৃত্রিম ও নিবিড় করতে হবে। বাংলার মর্যাদাপূর্ণ সুন্দর ব্যবহারে আমাদের আরও যত্নশীল হতে হবে। সেজন্য বাংলা ভাষার ইতিহাস জানা অপরিহার্য।
বিশ্বের সবচেয়ে বড় ভাষাবংশ ইন্দো-ইউরােপীয় মূলভাষাগােষ্ঠীর অন্তর্গত বাংলা ভাষা সুদীর্ঘ দিনের ঐতিহ্য নিয়ে বর্তমান রূপে উপনীত হয়েছে। দীর্ঘ তার পথ রেখা, গৌরবান্বিত তার সমৃদ্ধি। বাংলা আজ বিশ্বের শ্রেষ্ঠ ভাষাগুলাের সমপর্যায়ভুক্ত। বাংলা ভাষা কীভাবে বিবর্তনের মাধ্যমে বর্তমানের গৌরবান্বিত পর্যায়ে উপনীত হয়েছে তা জানা দরকার। তার সুদীর্ঘ চলার পথটি যেমন আমাদের দেখার দরকার, তেমনি সমগােত্রীয় ও সমকালীন ভাষাগুলাের পরিস্থিতিও আমাদের অবহিত হওয়া প্রয়ােজন।
বাংলা ভাষার দীর্ঘ ঐতিহ্য, তার সমসাময়িক সমৃদ্ধি জানার জন্য বর্তমান বইটি লেখা। সাম্প্রতিক কালে বাংলাভাষার নানাদিক নিয়ে ব্যাপক আলােচনা হয়েছে। সেসব আলােচনার প্রেক্ষিতে বর্তমান বইটির রূপ দেওয়া হয়েছে।