স্বামী, দুই ছেলে এবং ছোট মেয়েকে নিয়ে এক গৃহবধূর সংসার। তিনি কিছুটা ভীরু, দুর্বলচিত্ত। এই অবস্থায় আয়কর দপ্তরের আধিকারিক স্বামীর রাজস্থানের যোধপুরে বদলি। সন্তানদের নিয়ে কলকাতার সংসার সামলানোর পুরো দায়িত্ব এসে পড়ে তাঁর উপর। মাথায় আকাশ ভাঙে যেন। কিন্তু আস্তে আস্তে তিনি মেলে ধরেন নিজেকে। বদলির তিন বছর (২০০৮-২০১০) ধরে চলতে থাকে বাচ্চাসহ স্বামীর কাছে রাজস্থানে বেশ কয়েকবার তাঁর আসা-যাওয়া। সমগ্র রাজস্থানই হয়ে ওঠে তাঁর ‘মরুবাস’-এর যাত্রাপথ।গৃহবধূটির চোখে ধরা দেয় রাজস্থানের ইতিহাস, রাজপুতদের বীরত্ব, গৌরব ও জাত্যাভিমান। ধরা দেয় সেখানকার মানুষের জীবনযাত্রা, আচার ব্যবহার, উত্সব পার্বণ, কুটির শিল্প। প্রত্যেকদিনের চলার পথে তাদের সঙ্গে একাত্ম হয়ে যান তিনি। ভাগ করে নেন তাদের সুখ দুঃখ। সঙ্গ দেন তাদের জীবনের গানে। শুধু অচেনা মানুষের সারি-ই নয়, এই লেখায় সমান্তরাল ভাবে চলতে থাকে তাঁর একান্ত প্রিয় সংসারটির প্রত্যেকটি মানুষের দৈনন্দিন চাওয়া-পাওয়া, মান অভিমান, সুখ দুঃখের অনুভূতি। ‘মরুবাস’ একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা।